ঢাকাবৃহস্পতিবার , ১০ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত স্বামীর সৃতিচারণ – নাজনীন সরওয়ার কাবেরী

প্রতিবেদক
সিএনএ

জুন ১০, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তাঁকে আমরা কেউ ভুলতে পারিনি।
তাঁর সতীর্থরা আজ তাঁর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে ফুলের আচ্ছাদনে তাঁর মাটির ঘরটি আলোকিত করেছিল।
প্রত্যেকেই বলছিল,সাদাকে সাদা ও কালো কে কালো বলবার ধৃষ্টতা আসিফের কাছেই শেখা।
অন্যায় অবিচার দূর্বৃত্তায়নের বিরুদ্ধে ঔদ্ধত্যতা সেই মাথায় এনে দিয়েছিল।
ভালবাসার যে কোন পরিমাপ হয়না সেই তো দেখিয়েছিল।
সমুদ্রের মতো গভীর, প্রগাঢ়ম্বর, চন্চল একজন
আসিফ কামাল চৌধুরী।” ভালবাসা “যার নাম হলে একটুও ভুল হতোনা।!
আসিফ অনন্য এক আলোকস্তম্ভের নাম।
তিনি আমার সহযোদ্ধা ও প্রয়াত স্বামী।
আমার ও আমাদের দীক্ষা গুরু।
শিখিয়েছিল দেশ, মা,ও সমাজের প্রতি দায়বদ্ধতা।
বন্ধুত্ব জাগিয়েছিল প্রতি অন্তরে।
প্রেমের মধুরতা শুধু সেই যেন জানতো।
তাই আমরা এমন মানুষ টিকে বাঁচিয়ে রেখেছি।
তাকে ভুলতে না পারার ব্যাথায় যতটা নীল হয়েছি,তাঁকে ধারণ করতে গিয়ে ততোটা সাদায় বনেছি।
আসিফ সত্য ও সততার যেন এক কালজয়ী পুরুষ।
বহুযুগ বহুবছর বহুদিন পেরিয়ে ও তাঁর অসাধারণ বিশ্বস্হ হাতটি আমার ও আমার মতো অগণন সতীর্থদের হাতেই।তাই তাঁর অদৃশ্য অন্তরাত্মা
আমাদের কাঁদায় হাসায় ও আত্মবিশ্বাসী করে তোলে প্রতিদিন।
আসিফ, যেখানে গেছো তরুণ বয়সে’সেটিই মূলত আসল ঠিকানা।আমি, আমরা ও তোমার শিশু সন্তানরা
একদিন তোমার কাছেই ফিরে আসবো।
সেদিন আমার খুব অভিমান হবে।
অকারণ নির্বাসনে তোমার চলে যাওয়ায় আমি এখনও সেই আঠারোর তরুণীর মতো অবুঝ।
আবার তোমার প্রয়ান আমাকে ভীষণ বেগবান অস্হিরতা দিয়ে বাঁকে বাঁকে পথের মাঝে পথ দিয়েছে।
তোমার সাথে আমার চলা অনন্তের।
তোমার অনুপস্থিতি কোনভাবেই মেনে নিতে পারিনি বলেই তোমার কর্মকে বাঁচিয়ে রাখার ধৃষ্টতা দেখাই।আমি এখনও প্রতিটি মূহুর্তে
তোমার চোখেই বিশ্ব দেখি।
(ছবিতে চট্টগ্রাম মিসকিন শাহ হুজুরের মাজারে আসিফের কবরে দক্ষিন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মফিজ ভাইয়ের নেতৃত্বে
কবর জেয়ারতে চট্টগ্রাম নেতৃবৃন্দ।)

সম্পর্কিত পোস্ট