ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহরের পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

মার্চ ১০, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে খোরশেদ আলম (২৫) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। খোরশেদ মহেশখালী পুটিভিলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ৫ টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন- বৃহস্পতিবার (১০ মার্চ) গভীরাতে অভিযান চালিয়ে হাসপাতাল সড়ক এলাকা থেকে ছিনতাইকারী খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী।

তার বিরুদ্ধে দুইটি মারামারি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলাসহ সর্বমোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com