দেশের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও ১৬ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও মাগুরায় ৩ জন করে, যশোরের বেনাপোল ও নেত্রকোনায় দুজন করে এবং কক্সবাজার, চুয়াডাঙ্গা, নড়াইল, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও কুমিল্লায় একজন করে নিহত হন। রাজধানীর ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে গতকাল ভোর ৩টার দিকে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেনÑ আতাউর রহমান ওরফে আতা, বাপ্পি ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা। র্যাবের ভাষ্য, নিহতদের প্রত্যেকেই ছিল মাদককারবারি। আতা ছিলেন সাভারের শীর্ষ মাদককারবারি। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও প্রায় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্যও জানিয়েছে র্যাব-৪।