ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ১২, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু ৪টি গরু মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই কৃষকের ৪টি গরু মারা গেছে এবং বজ্রপাতে প্রচুর গাছপালা উপড়ে পড়েছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতে প্রচন্ড বজ্রপাত হয়। রাতে কোন একসময় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোচন এর ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার (১২ অক্টোবর২১ইং) রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দফাদার বাসু কুমার দে এর ৩টি ও মুসলিম পাড়ায় ১টি গরু বজ্রপাতে মারা যায়।

বাসু কুমার দে বলেন, রাতে গরু গুলো গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।

অপরদিকে লামা ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর লামা পৌরসভার চাম্পাতলীতে গতরাত সাড়ে ১১টায় একটানা প্রচন্ড বজ্রপাত ও ভারি বর্ষণে বিভিন্ন গাছ-পালা এবং ইউনিটের সীমানা প্রাচীরে পতিত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো.আলমগীর বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ৪টি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com