ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

লামায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি :

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ “- এই শ্লোগান’কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২৩ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ইউনিয়ন পর্যায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পার্বত্য বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৪নং ওয়ার্ড ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।

লামা উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মো. আব্দুল করিম জনি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহ-সভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ,ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও এম ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নুরুল আমিন, সহকারী শিক্ষক কুতুবউদ্দিন, মহিলা ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি, জান্নাতুল মাওয়া (ফেন্সি), খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শফি, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিবুল হাসান লিটন, ইউনিয়ন ছাত্রলীগের প্রতিনিধি ইসমাইলুল করিম সহ সকল বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক/শিক্ষিকাগন, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com