পহেলা জুলাই থেকে সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ, সেনাবাহিনী মাঠে কাজ করবে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ভার্চুয়ালি থেকে যুক্ত হন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, সাতদিন লকডাউন পালনের পর পর্যালোচনা করা হবে, এই লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা।