ঢাকাশুক্রবার , ২৫ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে যেসব প্রয়োজনীয় পরিষেবা সমূহ চালু থাকবে

প্রতিবেদক
সিএনএ

জুন ২৫, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারি রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

লকডাউনে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক বা লরিকে বোঝানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com