কক্সবাজার: ইসতোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী সোযান মিক্সার বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই সাথে রোহিঙ্গারা যাতে নিজ দেশে নিরাপদে শীঘ্রই ফিরতে পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারের উপর চাপ দিতে হবে। ১০ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন, এবং তাদের কাছ থেকে মিয়ানমারে ঘটে যাওয়ার নির্যাতনের কথা শুনেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প দেখেতে ইসতোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী সোযান মিক্সার সকালে কক্সবাজার যান। এ সময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।