ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মোবাইলে ডেকে নিয়ে ধর্ষণ, আটক -২

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৯, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলীতে তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণের মামলায় গ্রেফতার দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মেহেদী ও সোহাগ হোসেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক সজীব দে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
জানা যায়, ২৭ জুলাই বিকেলের দিকে ওই পোশাককর্মীকে তার পূর্বপরিচিত একজন মোবাইলে ডেকে নিয়ে যায়।

পরে মুরাদপুরের বাসার ছাদের ওপর তাকে গণধর্ষণ করা হয়। এরপর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় মামলা দায়ের করলে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট