কক্সবাজার: জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন হয়েছে আজ কক্সবাজারে। এ উপলক্ষে ২৬ জুন বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
আন্তর্জাতিকভাবে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় দিনটিকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী মাদকের অবাধ বিস্তার রোধে মাদকবিরোধী আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদক নিরোধ-শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করতে ব্যাপকভাবে কাজ করছে সরকার। একজন মাদকাসক্ত; একটি সমাজ ধংসের জন্য যথেষ্ট। পরিবার সচেতন হলেই মাদকাসক্ত দূর করা সম্ভব। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হলে সর্বাগ্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করি। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।