পাহাড় এই প্রকৃতির এক অনন্য নিদর্শন।
এই পাহাড় কখনো কখনো মানুষকে প্রকৃতি উপভোগ করায় আবার কখনো মরণকে আমন্ত্রণ জানিয়ে ধসে দেয় হাজারো বসতভিটা।
কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পূর্ব লার পাড়ায় চলছে পাহাড় কাটার মহা উৎসব।
রাতের আধারের এবং দিনের আলোতেই মেতে উঠেছে কিছু অসতর্ক স্থানীয় বাসিন্দা এবং ইয়াবা ব্যবসায়ীদের এই উৎসব।
পাহাড়ি খাস জমি ক্রয় করে মাটি কাটার ফলে বসতি, পায়ে হেটে চলার রাস্তা এবং সর্বপরি পানি চলাচলে ড্রেইনও প্রচন্ড ঝুঁকিতে রয়েছে।
সরজমিনে উপস্থিত হলে দেখা যায়, লার পাড়া ঝিলংজা ইউনিয়ন পরিষদ বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের জমি স্কুল কমিটির কিছু সদস্য জড়িত হয়ে বিক্রি করেন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মিজানকে যার পিতার নাম ইয়ার মোহাম্মদ।
তার নামে আরো অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও বন্ধ হয়নি তার পাহাড়ি খাস জমি ক্রয় করে পাহাড় কাটার উৎসব।
তাছাড়া দুটি টমটমের পার্টস এর দোকানের মালিক হয়ে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তা অবশ্যই প্রশ্নের বিষয়, যদিও তার অর্থের পেছনে রয়েছে ইয়াবার কালো হাত।
আর এই কালো হতের কারণেই অনেক প্রভাবশালী লোক তার হাতের মুঠোয় বলে ধারণা করা হয় এবং এটি প্রমানিতও বটে।
এছাড়া কিছু সাংবাদিক এবং প্রশাসনকে পাহাড় কাটার বিষয়টি জানানো হলে এখনো কেউ কোন পদক্ষেপ নেয়নি।
সামাজিক ভাবেও প্রতিহত করার চেষ্টা করলে কোন আশানুরূপ সাফল্য পাওয়া যায়নি।
তাছাড়া ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জনাব আবুল হোসেন এবং ইউপি চেয়ারম্যান জনাব টিপু সুলতানকে স্কুলের জমি বিক্রি এবং পাহাড় কাটার বিষয়টি জানানো হলে তিনি কোন পদক্ষেপ নেন নি।
জানিয়ে রাখা ভালো এখনো স্কুলটির পরিচালনার দায়িত্বে আছেন ইউপি চেয়ারম্যান জনাব টিপু সুলতান নিজেই।
একই এরিয়ার অন্তর্ভুক্ত নুরুল কবির, মোহাম্মদ জাহাঙ্গীর,চান মিয়া, সৈয়দ ইসলাম,আব্দুর রহিম,খালেদুর রহমান ইত্যাদি আরো অনেকেই দিন-রাত পাহাড় কেটে মানুষের বসতভিটা ঝুঁকিতে ফেলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য যে পূর্ব লার পাড়ায় গতবছর পাহাড় ধসে অনেকেরই বসতভিটা মাটির নিচে হারিয়ে গিয়েছে।
তাই সরকার নিয়েছিলেন বর্ষার অঝোর বৃষ্টিতে পাহাড় কাটার বন্ধের উদ্যোগ।
যদিও তার সফলতা দেখতে পায়নি পূর্ব লার পাড়ার সচেতন অপ্রতিরোধ্য যুবক শ্রেণী।
সরকারের কাছে তাদের আকুল আবেদন এই যে,”আমাদের সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য পাহাড় কাটার উৎসব বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের হাত থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করুন”।