ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি মাসিক মিটিং ও অফিস উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন একমাত্র এই যুবকদের নিয়ে সমবায় সমিতি লিঃ। সমবায় শক্তি সমবায় মুক্তি, আজকের সঞ্চয় আগমী দিনের ভবিষ্যৎ এই শ্লোগান কে সামনে রেখে। ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ৭১৫) এই ইউনিয়ন ৫নং ওয়ার্ড খেদারবান ভাঙ্গা ব্রিজ সমবায় সমিতি প্রস্তাবিত অফিসে সকল সদসদের নিয়ে মাসিক সঞ্চয়ের জমা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠান বিষয় বৃহস্পতিবার (৪ আগষ্ট ২২ইং) সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা হয়েছে।
আলোচনা সভা সমবায় সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইলুল করিম নিরব সভাপতিত্বে,
উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,সমিতি উপদেষ্টা মধ্যে জাকির হোসেন, মোঃ বুলবুল, সমিতি সাধারণ সম্পাদক মাহফুজুল করিম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম,মোহাম্মদ রাসেল, মোঃ রাশেদ ও সমিতির সকল সদস্য মতামত দেন। এর মধ্যে বাকী উপদেষ্টা বৃন্দরা বিভিন্ন ব্যাস্ততা কারণে উপস্থিত হতে পারিনি।
আলোচনা সভা প্রতিষ্ঠাতা সভাপতি, ইসমাইলুল করিম বক্তব্য বলেন, বিগত সময়ে সমিতি অফিস না থাকায় প্রতি মাসে মিটিং করা সম্ভব হয়নি। তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমাদের এই অফিস লামায় ও ফাইতং সিনিয়র জনপ্রতিনিধি মাধ্যমে উদ্বোধন হবে এবং প্রতিমাসে ০১ তারিখ মিটিং চলমান থাকবে। এবং সমিতি সবাই একি পরিবার সদস্য আমরা দায়িত্ব চলার পথে সবার সুপরামর্শ আশা করছি।
তিনি আরো বলেন, আমি বুকে হাত দিয়ে আল্লাহ কে হাজির নাজির করে বলতে পারি সমিতি হিসাব নিসাব আয়নার মতো পরিষ্কার থাকবে। ও সকল সদস্য যদি ঐক্যবদ্ধ থাকলে জীবন চলার পথে অনেক ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সফলতা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং সমিতি যারা নাম দিয়ে মাসিক সঞ্চয় জমা দেন না। তারা আল্লাহর ওয়াস্তে চলে জান। এর রকম সদস্য নাম দারি এই সমিতি দরকার নেই।
তিনি পরিশেষে বলেন সমিতি দায়িত্বদের ডাকে সাড়া দেওয়া সকল সদস্য উপস্থিত হয়ে মতামত দিয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানায় উক্ত সমিতি পক্ষ থেকে।
আলোচনা সভা শেষে সমিতি উপদেষ্টা ও সদস্যদের মতামতে আগামী প্রতিমাসে ০১ তারিখ মিটিং ও সঞ্চয় জমা দিন তারিখ ঘোষণা করা হয়।