সংবাদ বিজ্ঞপ্তি: মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে কক্সবাজার ২ আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থীতা ও প্রতীক ফেরত দেয়ার আদেশ দিয়েছেন। মহেশখালী-কুতুবদিয়ায় ধানের র্শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বাধা নেই আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের। ১২ ডিসেম্বর হাইকোর্ট এ আদেশ দেন। এদিকে ১৩ ডিসেম্বর উক্ত আদেশনামা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে কক্সবাজার ২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য পদপ্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সমর্থকরা।
সুত্র জানিয়েছে, প্রদত্ত হাইকোর্টের আদেশের অবিকল এডভোকেট সনদ ১৩ ডিসেম্বর সকাল ১১ টার দিকে কক্সবাজারের রিটার্নিং অফিসার কামাল হোসেনের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানের বেঞ্চে ১২ ডিসেম্বর আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানী শেষে তাঁকে প্রার্থীতা ফিরিয়ে দিতে ও তার অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে এ আদেশ দেন।
আদেশের অবিকল এডভোকেট সনদ নির্বাচন কমিশনে ১২ ডিসেম্বর রাতে পৌঁছানো হয়েছে। হাইকোর্টের আদেশের মূলকপি বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছানোর চেষ্টা চলছে। হাইকোর্টে আদেশেরে অনুকূলে নির্বাচন কমিশন থেকে অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হয়ে শুক্রবার বিকেলে অথবা শনিবার সকালের মধ্যে কক্সবাজারের রিটার্নিং অফিসারের কাছে ইসি’র নির্দেশ পৌঁছাতে পারে। এর আগেই যাতে রিটার্নিং অফিসার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে পারেন-সেজন্য হাইকোর্টের আদেশের অবিকল এডভোকেট সনদ রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছেন সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও মহেশখালীর কৃতি সন্তান খোরশেদ আলম।