নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়নের তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৮শত পিস ইয়াবাসহ আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বার) সাড়ে ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের তত্ত্ববধানে, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে বিশেষ একটি টিমের সঙ্গীয় ফোর্স উখিয়া টেকনাফ রোডস্থ ৩নং ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড ঘোনা পাড়ার মুরাদ সাহেবের রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১৮শত ইয়াবাসহ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৫লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর শামসুল আলমের ছেলে।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষনা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সূত্রঃ কক্স মেইল।