ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুলে ফ্রি-ফায়ার খেলতে বাধা দেওয়াই যুবকের উপর হামলা!

প্রতিবেদক
আনোয়ার হোছন

ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

(আনোয়ার হোছন)

কক্সবাজার সদরের খুরুশকুল উত্তর মামুন পাড়া এলাকায় ফ্রি-ফায়ার খেলতে নিষেধ করাই মো: জায়েদ (৩০) নামের এক যুবকের উপর হামলা করা হয়েছে। আহত মো: জায়েদ উত্তর মামুন পাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে এবং হামলাকারী একই এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে আব্দুর রহিম, নুরুছ সুলতান ও কালা পুতুর ছেলে মো: ইসতিয়াক বলে জানা যায়। এই ঘটনায় আহত যুবকের মা শাহানা আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আহত মো: জায়েদ একজন নম্র-ভদ্র ছেলে। সে একটি বেসরকারি সংস্থায় চাকুরি করে। হামলাকারী আব্দুর রহিম ফ্রি-ফায়ার সহ বিভিন্ন ধরনের অনলাইন গেমস খেলে এলাকার উড়তি বয়সী যুবকদের আসক্ত করে আসছিল। আহত যুবক তাকে এলাকায় ফ্রি-ফায়ার খেলাসহ অনলাইনে জুয়া খেলা বন্ধের অনুরোধ করলে হামলাকারী আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে উঠে ও বিভিন্ন ধরনের হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় গত ০৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আহত যুবকের বাড়ীর সামনে রাস্তায় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীরা ধারালো রাম দা, কিরিচ ও ছোরা দিয়ে এলোপাথাড়ি কুপাইতে থাকে। এতে আহত মো: জায়েদের বাম হাতের তালুতে গুরুত্বর কাটা জখম হয় এবং হাতের তালুর অর্ধেকাংশ কেটে যায়। আহত মো: জায়েদ বতর্মানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই বিষয়ে জানার জানার মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর কাজী মো: শাহনেওয়াজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সম্পর্কিত পোস্ট