ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তি এবং আবরার হত্যার বিচারের দাবীতে কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল;পুলিশের লাঠিচার্জ ;আহত ৩৫

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৯, ২০১৯ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ এর হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত রিপন এবং সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কক্সবাজার জেলা ছাত্রদল।

পুলিশ লাঠিচার্জের মাধ্যমে মিছিলের ছত্রভঙ্গ করে।এসময় ঘটানাস্থলেই আয়াস,নয়ন,নাজমুল
শাহেদ,জাবেদ, জিসান,ইনজামাম,সাহেদ,নজরুল, আসিফ সহ প্রায় ৩৫ জন নেতাকর্মী আহত হয়।
যারমধ্যে ১০-১২ জন আশংকা জনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত রিপন।
এই বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, ”
বুয়েটের মেধাবী ছাত্র আবরার দেশের স্বার্থে ফেইসবুকে সামান্য পোস্ট দেওয়া কে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়,এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করলে পুলিশ মিছিলে ন্যাক্কার জনক ভাবে হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই”।
খবর পেয়ে আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

সম্পর্কিত পোস্ট