ন্যাংটি ধরে টানাটানি
লুৎফুর রহমান চৌধুরী(লন্ডন)
হৃদয়মঞ্চে কবিতা আসরের আয়োজন করে ছিলাম
নীল চাদরে ঢেকে থাকা অচেনা কিছু নতুন মুখ নিয়ে
ভেবে ছিলাম মনের উঠানে আনন্দে ঢেউ খেলবে
অথচ বিপরীত দেখেছি! ভাবনার বারান্দায় আজ-
এক ঝড় বইছে চুড়ির টুংটাং আওয়াজের মতো
ভয়ে কাঁপছে শীতল বুক কে বা কারা টানাটানি করছে,
পুরো বিষয়টা অনুধাবন করার আগেই সব স্তব্ধ।
তাজা কলিজা ঘা করে ফেলছে ভেতরের পোকাগুলো
কার আগে কে রক্ত শুষে খাবে তাই নিয়ে চলছে…
অনবরত বিশ্বকাপের মতো তাদের প্রতিযোগিতা
জয়ী হতে কেউ নিচ্ছে মীরজাফর ও ঘসেটির ধূর্ততা
আবার কেউ সঠিক জয় ছিনিয়ে আনতে হচ্ছে রক্তাক্ত
কিন্তু থেমে থেমে চলছে জ্বলন্ত আগুনের মতো লড়াই।
ন্যাংটি ধরে টানাটানি আজকাল চলছে প্রতিটি মঞ্চে
কোন একটি জায়গাও নেই নিরাপদ…
যেখানে বসে নিজ ভাবনাকে সাজাবেন আপন মনে,
সাদা কাগজে আঁকবেন কাব্যের নানান আল্পনা !
এসব হচ্ছে না কিছু মুখোশ পরা কালো মেঘের কারণে,
জানি না এ দখল দখল পায়রা যুদ্ধ কবে শেষ হবে
কখন ভাঙা নদীর পাড়ে বসে পাবো মুক্ত বাতাস।