ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কবিতা – চিরবিদায় হে ভালোবাসা – কলমে -সুব্রত ভট্টাচার্য ( ঋক তান)

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

জুন ২৯, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

চিরবিদায় হে ভালোবাসা
কলমে:- সুব্রত ভট্টাচার্য ( ঋক তান)
27,5,24
মগরা
রাই সিরিজের একটি কবিতা
————

একমুহুর্ত অপেক্ষা না করে
ছেড়ে যাও হে ভালোবাসা
মুক্ত মনে মুক্ত নয়নে
দেখো চেয়ে, বেঁধো নতুন করে আশা।
বিষাদের চোখ ভাসিও না
আর এই নোনা সরোবরে
বাঁধন যদি ছিঁড়ে যায় যাক
রেখোনা কোনো যতন করে ।
যে পথে এসেছিলে তুমি
সেই পথেই ফিরে যেও
এই পথ শেষ হয়ে গেছে
নতুন ভাবনায় পথ গড়ে নিও ।
কটা বছর এমনি করেই হাঁটা
হয়তো পিছিয়ে পড়া সেই
যে পথে অবহেলায় ফুল ফোঁটে
তার আদর পেতে নেই।
এমন বাদলার দিনে ঘনবর্ষায়
ভুলে যাও আরো গভীরে
সব প্রণয়ের শেষ হয়ে যাক
জানুক রবিশশী দিবা আঁধারে।
আকাশের নীল রঙ এনে
কপালে পড়েছো যে টিপ
চোখে এঁকেছো কাজলের ছোঁয়া
শুনশান নগরে জ্বলুক সন্ধ্যা প্রদীপ।
গহীন নিকষ আঁধার মনে
জমে ঈশান কোণে ঘনমেঘ
সব আলাপন ভাঙুক এবার
পড়ুক বেলা, রেখোনা কোনো খেদ।
যে চোখের মুগ্ধতায় ক্যানভাসে
এঁকেছি অনেক প্রেমানুভূতির ছবি
স্পর্শের নেশাতুর মোহিনীর মায়ায়
ডুবেছে দিনের শেষে অস্তরবি।
একদিন সব পথ শেষ হয়
কালের নিয়ম অতলে
অভিমান সব চলে যায় নিজেই
স্তব্ধ পৃথিবীর স্তদ্ধ বরুণ অনলে।
কবেকার ঝড়ে কোন গাছ হতে
ঝরে পড়েছিল মধু ফল,
আজকের দিনে মনে কি রাখে–
কেহ, বল তারে বল্?
কবে কোথা কোন কার বুকে ঢেউ
জাগতো প্রিয়ার প্রেমিকের বুক্,
মনে রাখে কেউ? কেনই রাখিবে,
ভুলে যাওয়া যে বড়ো সুখ!
—————-:-;;———–

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com