ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কঠোর লকডাউনে রিসোর্টে ঘুরতে এসেছিলেন তারা, গুনলেন জরিমানা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৩, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

,,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিসোর্টে সৌন্দর্য্য উপভোগ করতে এসে ২৫ জনেক জরিমানা গুনতে হয়েছে। কঠোর লকডাউনের মধ্যেও শুক্রবার দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকার ‘কিং অব কসবা’ নামে রিসোর্টে ঘুরতে এলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। রিসোর্টটি কুমিল্লা-সিলেট মহা সড়কের পাশে অবস্থিত।
হাসিবা খান জানান, সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। উপজেলার কাঠেরপুল এলাকার ‘কিং অফ কসবা রিসোর্ট’ এ অনেকে ঈদ পরবর্তী ঘুরাঘুরি করতে আসার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৫ জনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট