,,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিসোর্টে সৌন্দর্য্য উপভোগ করতে এসে ২৫ জনেক জরিমানা গুনতে হয়েছে। কঠোর লকডাউনের মধ্যেও শুক্রবার দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকার ‘কিং অব কসবা’ নামে রিসোর্টে ঘুরতে এলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। রিসোর্টটি কুমিল্লা-সিলেট মহা সড়কের পাশে অবস্থিত।
হাসিবা খান জানান, সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। উপজেলার কাঠেরপুল এলাকার ‘কিং অফ কসবা রিসোর্ট’ এ অনেকে ঈদ পরবর্তী ঘুরাঘুরি করতে আসার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৫ জনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।