ঢাকাসোমবার , ১০ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহর থেকে নিখোঁজ ৫ শিক্ষার্থীর কান্ড

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ১০, ২০১৮ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: উদ্ধার হওয়ার ৪ শিক্ষার্থী নকীব, সাকিব, শাফিন ও গালিব পুলিশকে জানায়, বাড়িতে বললে বেড়াতে যেতে দিবে না। তাই না বলেই রাঙামাটিতে বেড়াতে চলে যায় তারা। তাদের সাথে আর কেউ ছিল না। ১০ সেপ্টেম্বর দুপুরে নিখোঁজ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী পার্বত্য রাঙামাটি সদরের রিজার্ভ বাজার এলাকার হোটেল রাজু নামে এক আবাসিক হোটেলে উদ্ধার হওয়ার পর শিক্ষার্থীরা সাংবাদিকদের একথা বলেন। এদিকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, কক্সবাজার পৌর শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলভী জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাস টার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব, একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম ও বাজারঘাটা এলাকার অ্যাডভোকেট আব্দুল আমিনের ছেলে এইচএ গালিব উদ্দিন। তারা সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল সকালে প্রাইভেট ও স্কুলের উদ্দেশে বেরিয়ে এ চার শিক্ষার্থী নিখোঁজ হয়। কক্সবাজার সদর থানার ওসি-তদন্ত কামরুল আজম বলেন, গতকাল রোববার সকালে ওই ৪ শিক্ষার্থী প্রাইভেট ও স্কুলের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে না আসায় রাতে শহরে মাইকিং করা হয়। পরে পরিবার ও স্কুল কর্তৃপক্ষ ৪ শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজের কথা উল্লেখ করে ১০ সেপ্টেম্বর সকালে থানায় জিডি করে। তিনি আরো বলেন, এরপর বিশেষ পদ্ধতি ব্যবহার করে ওই চার শিক্ষার্থী হোটেল রাজুতে অবস্থান করছে বলে নিশ্চিত হই। সংখ্যায় তারা চারজন হলেও সাকিব নামে এক শিক্ষার্থীর নামে রুম বুকিং করা হয়। রাঙামাটি সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট