ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের গরীব অসহায় গৃহবন্দী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
সিএনএ

এপ্রিল ৭, ২০২০ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শহর প্রতিনিধি: করোনা ভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। পুরো বিশ্বে এইপর্যন্ত প্রায় ১৩ লক্ষ ৬২হাজার ৬৮৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৭৬ হাজার ৩৬৭ মৃত্যুবরন করে।

বাংলাদেশও এর মরণঘাতী ভাইরাসের ছোবল থেকে রক্ষা পায়নি ।বাংলাদেশে এইপর্যন্ত ১৬৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যার মধ্যে ১৭জন মৃত্যুবরণ করে।
করোনা ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখাই এই রোগ থেকে রক্ষার অন্যতম মাধ্যম বলে দাবী বিশেষজ্ঞ দের।
এর ফলে দেশব্যাপি লকডাউন করা হয়।যার ফলে দেশের গৃহবন্দী গরীব,দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে।অনেকেই এই খেটে খাওয়া মানুষের সহায়তায় এগিয়ে আসছে। তন্মধ্যে একজন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমের রহমান ফাহিম।তিনি ০৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গরীব অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিতরণ করেন।

এইসময় ফাহিমুর রহমান দল-মত নির্বিশেষে সমাজের বিত্তবান, স্বাবলম্বী মানুষদের যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

সম্পর্কিত পোস্ট