মুরাদ মাহমুদঃ- সদর:: দীর্ঘ তিন মাসের পুণ্যময় বর্ষাব্রত পালনের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা উদযাপিত হয় আজ। শহরের বায়তুশ শরফ কমপ্লেক্সের পাশে মাহাসিংদোগ্রী বৌদ্ধ মন্দির ও জাদিরাং বিহার,মোহাজের পাড়া বৌদ্ধ বিহারে এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়। বৌদ্ধ কীর্তন, পিঠা উৎসব, পূজা, অতিথি আপ্যায়ন ও প্রদীপ প্রজ্জলন সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ফানুস উড্ডয়নের মাধ্যমে উৎসব উপভোগ করেন।
উৎসবে আসা একজন বৌদ্ধ ধর্মাবলম্বী এম্মী রাখাইন বলেন, “পুরো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। কিছু আনন্দঘন মুহূর্ত ও কিছু আবেগ এইখানে বিজড়িত। তাই আমি সবাইকে বলতে চাই,
মৈত্রীর ছোয়ায় কেটে যাক দুখ,
প্রবারণার আলোয় আলোকিত হোক মুখ।”
বিকেল থেকেই নারী-পুরুষ, শিশু, যুবক-যুবতী আবালবৃদ্ধা বনিতা সহ সকলেই তাদের ধর্মীয় পোশাক পরিধান করেন এবং নানান ধরণের মুখরোচক খাবার নিয়ে বিহারের দিকে গমণ করেন যেখানে বৌদ্ধের নিকট সুখ-শান্তি ও দেশের মঙ্গল কামনা করেন। উৎসবের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে পুলিশ প্রশাসনের অবস্থান ও ছিল।