ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

এনজিও সংস্থা মুক্তির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২৯, ২০১৯ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রুস্তম রানা : ১৯৯৬ সাল থেকে দেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এনজিও সংস্থা মুক্তি বিশেষ ভূমিকা রাখলেও বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ছে তারা।

এইসকল বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এনজিও সংস্থা মুক্তির কক্সবাজারের ৬টি প্রকল্পের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ‘এনজিও ব্যুরো’।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের সরবরাহের জন্য প্রায়ই দশ হাজারেরও অধিক দেশীয় অস্ত্র এনজিও ব্যুরোকে কে অবগত না করে গোপনীয় ভাবে তৈরি করাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পাশাপাশি গোপনীয় ভাবে অস্ত্র তৈরি করার কারণ এবং এর উদ্দেশ্য জানার জন্য তদন্ত করার ঘোষণা দিয়েছে তারা।

যদিও এই অস্ত্র সরবরাহ নিয়ে মুক্তি’র কর্মকর্তাদের দাবি এটি স্থানীয় কৃষকদের সরবরাহের জন্য তৈরি করা হয়েছে।
তবে স্থানীয় এবং সচেতন মহলের ভাষ্যমতে এটি রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য তৈরি করা, যা একটি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বিশেষ এবং
এটি কারো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা বলে দাবী করেন তারা।

সম্পর্কিত পোস্ট