এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে বান্দরবানের আলীকদম জোন কর্তৃক আর্ত-মানবতার সেবার উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় জোন সদরে দুঃস্থ ও অসহায়দের মাঝে জোনের আওতাধীন এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ সাব্বির হাসান,পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সওকাতুল মোনায়েম পিএসসি এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগণ আলীকদম জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আলীকদম জোনের আওতাধীন লামা উপজেলার রূপসী পাড়া ক্যাম্পে অসহায়, গরীব, এতিম ও দুঃস্থ পরিবারের মাঝেও পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।
এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।