ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আগামী দুই দিনের মধ্যে কক্সবাজার প্রবেশ করবে মৌসুমি বায়ু হতে পারে বৃষ্টি

প্রতিবেদক
সিএনএ

জুন ১, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স :

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যে কক্সবাজারের টেকনাফ উপকূল পর্যন্ত বর্ষা তথা মৌসুমি বায়ু বিস্তৃত হতে পারে।
রবিবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে।
এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com