স্বামীর সঙ্গে ঝগড়ার পর ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে রুপালী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার থাওইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রুপালী উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সৌদি প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামীর সঙ্গে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। স্বামীর ওপর অভিমান করে বেলা ১১টার দিকে রেললাইনে শুয়ে পড়েন। এতে রেল লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিল, আমরা দিইনি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।