ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১২, ২০২১ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চার র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

রোববার (১১ জুলাই) দুপুর ২টার দিকে বলিরহাট এলাকায় এই ঘটনার পর রাত ৯টার দিকে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাস্থলে র‍্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

তিনি বলেন, ‘দুপুর ২টার দিকে বন বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কর্মকর্তাসহ বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করতে যায় র‍্যাব। র‍্যাবের নির্দিষ্ট পোশাক ও গাড়ি নিয়ে অভিযান পরিচালনা করা হলেও একদল দুর্বৃত্ত মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা চালায়। এতে চার র‍্যাব সদস্য গুরুতর আহত হন।’

বর্তমানে ঘটনাস্থলে র‍্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন বলে জানান তিনি

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com