ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের ভবনের লিফটে আটকা পড়ে শিশু নিহত, দারোয়ানকে উদ্ধার

প্রতিবেদক
ইসমাইলুল করিম

নভেম্বর ১৭, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের শহরের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটে আটকা পড়ে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। লিফটিতে আটকে পরা দারোয়ানকে উদ্ধার করেছে দমকল বাহিনী। (১৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সাবেকুন নাহার। শিশুটি ওই ভবনের ভাড়াটিয়া মো. সোহেলের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো।

দমকল বাহিনীর সদস্যরা লিফটে আটকে পড়া দারোয়ান নুরুল আলম (৪৯) কে উদ্ধার করে। তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটে আটকে পড়ে মারা যায় শিশু সাবেকুন নাহার। আজ সকালে ভবনের দারোয়ান নুরুল আলম লিফটিতে দেখতে গেলে সে সেখানে আটকা পড়ে।

পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ভবনটির তৃতীয় তলা থেকে ওই দারোয়ানকে উদ্ধার করে। বর্তমানে দমকল বাহিনীর সদস্যরা শিশুটির লাশ উদ্ধারে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন ঝুঁকিপূর্ণভাবে ভবনটিতে লিফটি ব্যবহার করা হচ্ছিল। বারবার মালিক কর্তৃপক্ষকে অবহিত করেও সেটি সরানো যায়নি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com