ঢাকাবৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া বেতন আদায়ের দাবীতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৮, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। এ সময় তারা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন। এতে দুই মহাসড়কে কয়েকশ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টায়ও চলতে দেখা গেছে। শ্রমিকরা বলেন, এর আগেও আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছি। পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের কোনও সমাধান হয়নি। আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এখন লকডাউন চলছে। আমাদের বাড়ি ভাড়া, দোকান বাকি, সংসার খরচ চালাতে পারছি না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

ইউএনও আতিকুল ইসলাম জানান, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত যানচলাচল স্বাভাবিক হবে। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের
চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com