ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ের ধসে মাটি চাপায় ঘুমন্ত নারীর মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ধসেপড়া পাহাড়ের মাটি চাপায় ঘুমন্ত নারীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ধসেপড়া পাহাড়ের মাটি চাপায় রাবেয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হারবাং মইস্যার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশির ঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাংয়ের মইস্যাঘোনা এলাকাটি পাহাড়বেষ্টিত। কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঘরবেঁধে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছে ফিরোজ আহমদের পরিবার। গত দুদিন মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ে মাটি নরম হয়ে যায়। এতে বৃহস্পতিবার ভোরে পাহাড়ের মাটি ধসে ফিরোজ আহমেদের বসতঘরের ওপর পড়লে ঘুমন্ত রাবেয়া খাতুন চাপা পড়ে মারা যান।

হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মইস্যাঘোনা এলাকায় পাহাড়ধসে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ওই নারীর মরদেহ পরিবারের সদস্যরা তাদের নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় নিয়ে গেছেন

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com