ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা ও সহিংসতার ঘটনার ফুটেজ দেখে হেফাজত কর্মী গ্রেফতার

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৭, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনার মামলার আসামি মো. ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটজে দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২টি মামলায় ফারুক আহমেদকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (৬ জুলাই) ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, গ্রেফতার ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে।

তবে তিনি মামলার এজহারভুক্ত আসামি নয়।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৭শ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com