ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নানা দুর্নীতি ও অনিয়মে জর্জরিত কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস – সি এস এফ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

মে ১৮, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সাংবাদিক ফেডারেশন (সিএসএফ) এর সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মে) বিকাল ৫ টায় আলীর জাহালস্থ সংগঠনের অস্থায়ী কার্যলয়ে সভাপতি রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসীন শেখের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের অবৈধ পন্থায় সুবিধা দেওয়া, স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি সহ নানা দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে আগামী ২৬মে রবিবার সকাল ১০টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জেলার সকল সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, কক্সবাজার জেলার সভাপতি বিশিষ্ট লেখক ও কলামিস্ট আবদুল্লাহ আল মামুন আনসারী।

এতে আরও বক্তব্য রাখেন, সিএসএফ এর প্রধান সমন্বয়ক বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ, কল্লোল দে, মুজিবুল হক, সাংবাদিক আবদুর রাজ্জাক, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, পুণ্য বর্ধন বড়ুয়া, শাহনেওয়াজ জিল্লু, আরিফ উল্লাহ নূরী, এন আলম দিকদার, আমিনুল ইসলাম, নাজমা সুলতানা রুমা, রমজান আলী, শায়েখ আহমেদ, এ আর মোবারক, রাশেদুল আলম, খলিল ও ওমর ফারুক প্রমূখ।

নেতৃবৃন্দরা আরও বলেন, জেলায় যেকোনো ধরনের অন্যায়, অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে সবসময় প্রস্তুত কক্সবাজারের আপোষহীন এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার সাংবাদিক ফেডারেশন (সিএসএফ)।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com