ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ডিসি স্যারের কোন দোষ নেই, আমাকে বাঁচতে দিন: সাধনা

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২৬, ২০১৯ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স: স্যারের কোন দোষ নেই, তিনি নির্দোষ, কারণ স্যার আমার কোন ক্ষতি করে নাই। আমার বাঁচার ইচ্ছে নেই, শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে বেঁচে আছি। এভাবে ধিক্কার না দিয়ে, আমাকে বাঁচার মতো ব্যবস্থা করে দিন। আজ সকালে গণমাধ্যমকে এ কথা বলেন জামালপুরের ডিসি অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা।

তিনি আরও বলেন, আমি কিছুই জানি না, এগুলো কে করছে আপনারা তদন্ত করে বের করুন। আমি এর বিচার চাই।

এর আজ সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন সমালোচিত ওই নারী। সে সময় ওই নারীর হাতে শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদন পত্র দেখা যায়।

আবেদনে অফিস চলাকালীন সময়ে অসুস্থ বোধ করায় আগামীকাল ২৭ আগস্ট থেকে ৩ দিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত ওই নারী সানজিদা ইয়াসমিন সাধনা। এর কিছুক্ষণের মধ্যেই কেউ কোন কিছু বুঝে উঠার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন ওই নারী।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com