চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মাসুদুর রহমান (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে থানার ২ নম্বর গেট কসমোপলিটনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মো. মাসুদুর রহমানের গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর থানা এলাকায়। তার বাবার নাম আজম আলী বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান মোটরসাইকেলযোগে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ২ নম্বর গেটের দিকে যাচ্ছিলেন। তিনি ২ নম্বর গেট মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় পুলিশের অন্যান্য সদস্যসহ স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’