ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

পাচারের নতুন কৌশল পেট্রোলিয়াম জেলির ভেতরে ৫০পিস ইয়াবা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৫, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে কোহিনূর বেগম মুন্নি (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্নি পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে তা বিক্রি করছিল।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মুন্নিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। মুন্নি ঈদের আগেও একবার গ্রেফতার হয়েছিল।
ঈদের পর জামিনে বেরিয়ে আবার মাদক বিক্রিতে নেমে পড়ে। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। এলাকায় তারা মাদক দম্পতি হিসেবেই পরিচিত। দুইজনেই জেল খেটেছে ৩ বার করে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com