ঢাকাবৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কুরবানী মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জেরে বিষপানে ৪ জনের আত্মহত্যা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২২, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মহেশখালীতে কুরবানী মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের ৪জন বিষপান করেছে। এতে মায়নুর (১৪) নামক শিশুর মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাসা থেকে কুরবানীর মাংস দেওয়ার হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পারেন করেন মুরশেদা আক্তার।
পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।
সেখানে মাইনুরকে মৃত ঘোষণা দেন চিকিৎসক।
বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জকরিয়া।
মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কুরবানী মাংসের জেরধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেলে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com