কায়সার মানিক উখিয়া থেকে:এান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের শীঘ্রই ঝুঁকিমুক্ত স্থানে স্থানান্তর করা হবে। ১৩ আগস্ট সোমবার বিকাল ৫ টায় উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প ৪ এ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। ওই সময় মন্ত্রী রোহিঙ্গা নারী শিশুদের সাথে কথা বলেন এবং তাদের দুখ সুখের কথা শুনেন।
২৫ আগষ্টে মিয়ানমারের সামরিক জান্তর অত্যাচারে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া-টেকনাফে আশ্রয় নেন। ওই রোহিঙ্গাদের মধ্যে প্রায় আড়াই লক্ষাধিক রোহিঙ্গা পাহাড় ধ্বসের আশংখায় জীবন যাপন করছেন। মন্ত্রী সরেজমিনে ক্যাম্প পরিদর্শন করে ঝুকিপূর্ণ রোহিঙ্গাদের সঠিক স্থানে স্থানান্তর করার জন্য এনজিও, স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
ওই সময় মন্ত্রীর সাথে ছিলেন, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ত্রান ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।