ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কবিতা – কফিন বন্দী কলমে:- সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

জুন ৩০, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কফিন বন্দী
কলমে:- সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
26,6,24
মগরা

————————-

এখন সমাধিস্থ জীবন
চেনা গণ্ডিগুলো হারিয়ে গেছে
অনেক মিথ্যে ভুল করে
এঁকে রাখতে গিয়ে
দ্বিধাহীন সারল্য সহজাত
আলো ভুলে গেছি,
ভাষাহীন স্তবকে গোপন ঢেউ
ডুব সূর্যর সৌন্দর্য, অঙ্গরাগ দেখেছি
মোরাম বিছানো আঁকিবুকি অরণ্যের বাঁকে
স্বপ্নালু চোখে গোধূলি লগ্নে আচ্ছন্ন
আধো ঘুম ধানক্ষেত জুড়ে।
লক্ষণ রেখার গণ্ডি টেনে নিয়েছিলাম
অসংখ্য প্রশ্ন নিয়ে এক নিঃশ্বাসে,
তবু জানি অনাবশ্যক অর্থে
সে গণ্ডি ডেঙিয়ে রঙিন অনুভবে
কাঁচের উপর হেঁটে গেছি কাঁচ -বরাবর
রাস্তার পথে ,অলীক স্বপ্নের গানে
যুগান্তের অনাবিল আনন্দে
তোমার দিকে ছুঁড়ে দিয়েছিলাম
বসন্তের শেষ আবির।
বিপ বিপ শব্দে হিট স্পন্দন
জেগে উঠেছিল সমুদ্রের মন্থন।
এলোপাথাড়ি স্রোতে ভেসে খানিকটা
লবণ জল ক্ষয় হয়েছিল,
আধবোজা ছায়া রোদ মেখে
এক মুঠো শান্তির নিঃশ্বাস
কাওকে সাক্ষী না রেখে ।
তুমি চেয়েছিলে স্বাধীন ইতিহাস
আমি চেয়েছিলাম স্বাধীন স্ব-ভূমির
উজাড় ভালোবাসা!
কুয়াশা জড়ানো চোখে সেই ভাবনাগুলো
উপর নিচ, মেলানো শব্দরা সব মৃত
এখন রক্ত জমাট জীবন সন্ধ্যায় ঢাকা
কালো কাপড়ে কফিনবন্দি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com