ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার খুরুশকুলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
আনোয়ার হোছন

জুলাই ১৪, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

(আনোয়ার হোছন)

সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তা পাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে
২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাজ্জাদ হোসেন ঐ এলাকার সাদ্দাম হোসেনের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান-বিকাল ৩টার দিকে পাশের একটি বাড়িতে মায়ের পাশে খেলাধুলা করছিল শিশু সাজ্জাদ হোসেন। ঐ সময় বাহিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ঘরের পাশে একটি আর্থিংয়ের ক্যাবলের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সাজ্জাদ হোসেন। কিছুক্ষণ পর মা বিষয়টি বুঝতে পেরে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে মা ও ছেলে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদ হোসেনকে বাচাঁতে পারেননি।

নিহত শিশু সাজ্জাদ হোসেনের পিতা সাদ্দাম হোসেন বলেন-অল্প বয়সে ছেলের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। সবার কাছে দোয়া চান তিনি। এ বিষয়ে খুরুশকুল ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম বলেন- ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে আসি। বিনা ময়না তদন্তে যেন শিশুটির লাশ হস্তান্তর করে সেজন্য আমরা আবেদন করেছি। মরদেহ পাওয়া গেলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com