ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আজ যেসব চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্পেন ফাইনাল

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৭, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

অলিম্পিক ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্পেন ফাইনাল খেলা।

টোকিও অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে জাপানের সোনা জেতার স্বপ্ন ভেস্তে দিয়েছিল স্পেন। দুর্দান্ত খেলেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। এ ম্যাচ জিতে ফাইনালে উঠে স্পেন। এর আগে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল।

অলিম্পিকের এবারের আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, সনি টেন ২ ও পিটিভি স্পোর্টসে। ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে। গত অলিম্পিকে সোনা জিতেছিল সেলেসাওরা।
মঙ্গলবার সেমিফাইনালে ব্রাজিলের জয়টি অবশ্য সহজ ছিলনা। মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে জিততে হয়েছে তাদের। অন্যদিকে, ১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। ওইবারই ফুটবলের অভিষেক হয়েছিল। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, ক্যামেরুনের কাছে হেরে রুপা জেতে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com