ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগুন লেগে নিঃস্ব দুই পরিবার খোলা আকাশের নিচে

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

মার্চ ১৪, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা

পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নে হঠাৎ লাগা আগুনে পুড়ে দুইটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ২০ মিনিটের ব্যবধানে পরিবার দুইটি এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। সোমবার (১৪ইমার্চ ) সন্ধ্যা ৭টায় ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলিকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল, অলিকাটা এলাকার জুবাইর আহমদ এর মেয়ে মিনার আক্তার এবং সমি উদ্দিন এর স্ত্রী শাহানা আক্তার। অভাব-অনটনে যেখানে জীবন যায় যায় সেখানে এই ক্ষতি শেষ সম্বলটুকু কেড়ে নিল।

মিনার আক্তার জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ ঘরে চুলা থেকে অসতর্কতাবশত আগুন ছড়িয়ে পড়ে তাদের বসতবাড়ি একেবারে পুড়ে যায়। বসতবাড়ি একটি হলেও সেখানে তারা দুইটি দরিদ্র পরিবার বসবাস করত। চোখের সামনে সব কিছু পুড়ে এখন তারা নিঃস্ব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা কিছুই বের করতে পারেনি। পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তবে তা অপ্রতুল। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে ও সরকারী সহায়তা দেয়ার অনুরোধ করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com