বাদশাঘোনা সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন,সভাপতি রফিক ও সম্পাদক নজরুল।
(আনোয়ার হোছন)
কক্সবাজার শহরের ০৯ নং ওয়ার্ডস্থ বৃহত্তর বাদশা ঘোনা সমাজ পরিচালনা কমিটির নির্বাচন ২০২৪ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বিকাল ৫টায় ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: মোবারক হোসেন। এতে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার তবারক হোসেন নির্বাচিত হয়।
জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোবারক হোসেন এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তত্বাবধানে গত ১৩ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়, ২০ নভেম্বর মনোনয়ন বিক্রি ও জমাদানের শেষ তারিখ ছিলো। যাচাই বাচাই শেষে ২৩ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১৩ টি পদের বিপরীতে ৮ টি পদে ইতিমধ্যে একক মনোনয়ন পত্র নেয়ার কারনে বাকী ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রফিকুল ইসলাম সভাপতি, আব্দুল হাকিম বাঘা সিনিয়র সহ সভাপতি, নজরুল ইসলাম সাধারণ সম্পাদক, মাষ্টার তবারক হোসেন সাংগঠনিক সম্পাদক, সৈয়দুল আমিন দপ্তর সম্পাদক নির্বাচিত হন। কক্সবাজার সদর মডেল থানার এসআই আনিসের নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে উক্ত নির্বাচন সফলে সার্বিক সহায়তা করে।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোবারক হোসেন বলেন-দীর্ঘদিন ঝিমিয়ে পড়া সমাজটাকে উজ্জীবিত করতে দীর্ঘদিন ২ মাসের অধিক সময়ে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর বৈষম্যহীন মডেল সমাজ উপহার দিতে সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে আজকে শেষ করেছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, এজেন্ট সহ সকল প্রার্থীকে ধন্যবাদ জানান এবং নির্বাচিত সকলের কাছ থেকে একটি সন্ত্রাস, মাদক ও দূর্নীতি এবং বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ প্রত্যাশা করেন তিনি।