ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস পালন।

প্রতিবেদক
বিউট দাশ - কলকাতা

অক্টোবর ২৩, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিউটি দাশ – কলকাতা

কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পালিত হলো স্বজনের উদ্দোগে জীবনানন্দ দাশের ৭০ তম প্রয়াণ দিবস ও ১২৫ তম জন্মবার্ষিকী ।
এই উপলক্ষে বৃক্ষরোপণ ও গুনীজনদের সম্মান প্রদান।
কবি জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা।
উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক বাঙ্গালী সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কবি জীবনানন্দ দাশ পুরস্কার প্রাপ্ত কবি কৃষ্ণা বসু। এই দিন সাহিত্য লোক পত্রিকা প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় কবি ও সাংবাদিক বরুন চক্রবর্তী।
জীবনানন্দ দাশ নিয়ে বিশদভাবে আলোচনা করেন ড. নির্মল বর্মন, ড. অমিতাভ দত্ত, ড. সীমা রায়, ড. সমরেন্দ্র নাথ ঘোষ, কবি বিউটি দাশ,রঞ্জনা কর্মকার, শিব শংকর বক্সি ।
চেয়ারম্যান সেখ মনিরুদিন ও সভাপতি সোমনাথ চক্রবর্তী
সহ সভাপতি সুস্মিতা চট্টোপাধ্যায় ও আকাশ পাইন
সুন্দর ভাবে অনুষ্ঠান টি পরিচালনা করেন।
সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন আজ চারাগাছ বিতরণ ও গুনী জনদের জীবনানন্দ দাশ স্মৃতি স্বর্ণ মুদ্রা, জীবনানন্দ দাশের স্মৃতি রৌপ্য কলম, বনলতা সেন রৌপ্য কলম, বনলতা সেন ও বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা প্রদান করতে পেরে ভীষণ খুশি।
আগামী ৩০ শে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে সবুজ মন পত্রিকা প্রকাশ করা হবে।
এই পত্রিকায় বৃক্ষরোপণ ও উষ্ণ বিশ্বায়ন নিয়ে ২০ লাইন কবিতা পাঠানোর আবেদন করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com