ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কবিতা – শাশ্বত হৃদয় – সঙ্গীতা কর

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

জুলাই ১, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাশ্বত হৃদয়
সঙ্গীতা কর

ভাসিয়ে দিও একদিন কোপাই নদীর জলে
পড়ন্ত বিকেলের ঝরে যাওয়া পলাশের মতো,
পাথুরে হৃদয় ভঙ্গুর হোক ক্রমাগত স্রোতে
ইমন, বসন্ত সব যাক দূরে সরে সরে
বেহাগের সুর টুকু বেঁধে রেখো হৃদয় জুড়ে।

কোনো সিঁদুরে মেঘের আকস্মিক আনাগোনা নয়
কালের অমোঘ নিয়মে হারাবো আমরা দুজনে,
পথের দু’ধারে ছড়ানো ক্ষণিকের সন্ধ্যামালতী সম!
যৌবন রস আস্বাদন শেষে পড়ে রবে শুষ্কতা
জেনো,প্রেমহীন দেহ পায় শুধু কলঙ্কের কলুষতা।

তবুও জীবাশ্ম চোখের দৃষ্টিতে যদি জাগে সুপ্ত কামনা
মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপে খুঁজে নিও আদিমতা,
আমায় ডেকো না গো প্রিয়, ডেকো না ছলনায়!!
ভালোবাসি, ভালোবাসি শব্দের প্রতিধ্বনি নয়
এ নারী জাগে শুধু হৃদয়ের একান্ত চাহিদায়।

সম্পর্কিত পোস্ট