তারেকুল ইসলাম কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ছৈয়দুল করিম নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছৈয়দুল করিম (৩০) ওই এলাকার ফজলুল করিমের ছেলে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে চিংড়ি ঘেরে একদল ডাকাত হামলা চালিয়ে মাছ ও জাল লুট করে। এ সময় ডাকাতের এলোপাতাড়ি গুলিতে চার চিংড়ি শ্রমিক আহত হয়। এসময় নিহত ছৈয়দুল করিমকে ডাকাতরা অপহরণ করে। পরে গতকাল রবিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার ডাকাতি নয়, ওই চিংড়ি ঘেরের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে ছৈয়দুল করিম নিখোঁজ ছিল। পুলিশ রবিবার সকালে তার মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।