নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফে দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইসসহ (ক্ষতিকর মাদক) মো. মুজিব (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিঠাপানির ছড়া এলাকার একটি ঘর থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি।
এসময় সন্দেহভাজন এক যুবক বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালিয়ে মো. মুজিবকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
তিনি আরও জানান, ক্রিস্টাল মেথসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।