স্থগিত হওয়া দেশের ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
তার মধ্যে বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজারের সেইন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট এই মুহূর্তে অনুষ্ঠিত হবে না।
কক্সবাজার: মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরুং। পেকুয়ার টেটং। টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং।