কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় পাহাড়ধসে একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৮ জুলাই) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন শেষে গৃহকর্তার হাতে অর্থ সহায়তা তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, জেলায় ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে। এ পরিস্থিতে যারা এখনো ঝঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে চলে যেতে হবে।
পাহাড়ধস ছাড়াও জেলার বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ক্ষয়ক্ষতির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও চিকিৎসাসহ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
এ সময় অন্যান্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।