ঢাকামঙ্গলবার , ১৯ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

জুন ১৯, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

উখিয়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের করুণ মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: বাড়ির উঠান সংলগ্ন পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হল- রত্নাপালং ইউপির চাক বৈঠা গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে মারাওয়া (৯) ও সাফা (৭) এবং কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে তৃতীয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত মারাওয়া ও সাফার বাবা আবদুল কাদের জানান, রাতে আমার দুই মেয়ে অন্য শিশুদের নিয়ে বাড়ির উঠানে খেলছিল। ওদের সঙ্গে আমার আমার ভাইয়ের ছেলে ফাহিমও ছিলো। স্বজনদের ধারণা, খেলার সময় দৌঁড়াতে গিয়ে শিশু তিনটি উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের উপস্থিতি না পেয়ে অন্য শিশুরা বাড়িতে ঢুকে তা বড়দের জানালে সবাই খুঁজতে বের হয়ে। পরে উঠান সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী জানান, অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা।

সম্পর্কিত পোস্ট