ঢাকাবুধবার , ২৮ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৮, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে ত্রাণ চাওয়ায় বৃদ্ধাকে গলা ধাক্কা দিয়ে আহত করার ঘটনায় স্ত্রীসহ স্থানীয় পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় ইউনিয়নের নামুড়ী বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর গ্রামের মৃত ছপির উদ্দিনের স্ত্রী আলেমা বেওয়া (৯৫) ত্রাণের একটি স্লিপ চান। এসময় ইউপি চেয়ারম্যান শওকত আলীর নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে সুহিন আক্তার (১৯) বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে চেয়ারম্যানের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বৃদ্ধার ছেলের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সম্পর্কিত পোস্ট